তুমি যে তাকে সত্যিই ভালোবাসো এইটা ফিল করাতে পারলে দিনশেষে আর ফর্মালিটি মোতাবেক তিনবেলা ভালোবাসি বলে মুখে ফেনা তুলতে হয় না! ভালবাসার মানুষদের আগলে রাখতে হয় বাবুই পাখির মতন। যদিও অনিশ্চয়তার এই পৃথিবীতে আমরা জানি না বৈশাখে পরিচয় হওয়া মানুষটা মাঘের শীতের সন্ধ্যায় আমাদের হাত আঁকড়ে ধরে থাকবে কি না? তবুও মানুষ এই অনিশ্চয়তাকে ভালবাসে। তিলে তিলে কষ্ট পেয়ে সম্ভবত হয়ে উঠে ফিনিঙ পাখি, তারপর কোন একদিন নাম না জানা ঠিকানায় উড়াল দেয়! তবুও কেউ কেউ সেই উড়াল দেওয়া পাখিটা ফিরে আসবে আশায় বসেও থাকে! যাকে ভালবাসেন, তার হাতটাকে আঁকড়ে ধরুন। আঁকড়ে ধরা হাত না ছেড়ে যত তীব্র গতিতেই বাঁধা ধেয়ে আসুক তা মোকাবেলা করুন। হাতটা ছাড়লে শুধু হাতটাই হারালেন না, হাতটায় থাকা মানুষটাকেও অনিশ্চিত জীবনের দোর গোড়ায় দাড় করিয়ে দিলেন। তার বাকিটা জীবন হতেও পারে, অনিঃশেষ যন্ত্রণার!