চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান বলেছেন, বিগত ১৬–১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের নিপীড়নের চাপে জর্জরিত নেতাকর্মীরা যখন অসহায় এবং ধ্বংসের মুখোমুখি, ঠিক সেই সময়ে নিজের এবং নিজের পরিবারের সুখের কথা চিন্তা করে দলীয় কোন কর্মসূচিতে অংশগ্রহণ করে নাই বোয়ালখালী অনেক বিএনপির নেতা–কর্মী। অথচ ৫ আগস্টের পর তারাই বিএনপির নাম ভাঙিয়ে বোয়ালখালীতে দখলদারিত্বে রাজত্ব্য কায়েম করছে। ছাত্র জনতার মিছিলে হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে সন্ত্রাস নৈরাজ্য সৃস্টি করে দুঃসময়ে দলের নিবেদিত নেতাকর্মীদের হয়রানি করছেন সুবিধা ভোগীরা।
গতকাল সোমবার বিকালে বোয়ালখালী উপজেলা বিএনপির কার্যালয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার ও মামলাবাজ ও আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে মতবিনিম সভায় এসব কথা বলেন তিনি। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্কাছ খান, ফারুক সুজন, পেয়ার মোহাম্মদ, মোসলেম উদ্দিন, রফিকুল ইসলাম, নুরুল কবির, জসিম উদ্দিন চৌধুরী, মনজুর হোসেন, জাহাঙ্গীর মাস্টার, আরব খান হাছি, আব্দুল হামিদ মেম্বার, শাহনুরন শাহিন, মারজুক রাশেদ, জহিরুল ইসলাম রাসেল, মোরশেদুল আলম, জাহাঙ্গীর আলাম, আমির হোসেন জুয়েল, মাহবুবুল আলম, আবু তালেব, জানে আলম জানু, নজরুল ইসলাম, রুবেল, জানে আলম, হারুন, সাইফুল, ইলিয়াছ চৌধুরী, মো. ফয়সাল, মোরশেদুল আলম, নাজিম, হাছান, নজরুল ইসলাম বাবু প্রমুখ।