উত্তর কাট্টলীস্থ নাজির বাড়িতে গত ১০ সেপ্টেম্বর হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের রাজনীতিতে সকল দলকে সাথে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করতে চায়। তবে, যারা বিদেশি শক্তির ওপর ভর করে নানান বিদেশি অ্যামবেসিগুলোয় গিয়ে চক্রান্ত করে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের রাজনীতি বানাচাল করতে চায়, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক দলের নামে এরা দেশ ও জাতির শত্রু।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, রাখেন, সাবেক লায়ন গভর্নর নাজমুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, জসিমউদদীন চৌধুরী, কাউন্সিলর গাজী সফিউল আজিম, কাউন্সিলর ড. অধ্যাপক নিসারউদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর ওয়াসিমউদ্দিন চৌধুরী, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, অজিত কুমার শীল মাস্টার, কাউন্সিলর তসলিমা নুরজাহান বেগম রুবি, কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, সরওয়ার মোর্শেদ কচি, মাহবুবুর রহমান, শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল, আলতাফ হোসেন, লোকমান আলী, ইকবাল চৌধুরী, আবুল কালাম আবু, কায়সার চৌধুরী, সহিদুল ইসলাম চৌধুরী শহীদ, উজ্জ্বল দে প্রমুখ।
সঞ্চালনা করেন লেখক ও আবৃত্তি শিল্পী দিলরুবা খানম। অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথিকে কাট্টলীবাসীর পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











