যাপন

অঞ্জলি বড়ুয়া | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

আড়মোড়া সকালটা এখন আর উজ্জীবিত হয় না,

কোন সুমধুর তানে, কুহকী প্রেমে, মহুয়ার গন্ধে,

কনকচাঁপারা গেছে বিলীন হয়ে কোন সুদূরে।

ভোরের নির্মলতা মিশে যায় রাস্তার

বেলকনিতে শুয়ে থাকা

বাস্তুহীন মায়ের নিটোল বুকের উপর

নিস্পাপ শিশুর নিঃসীম ঘুমে।

দুপুরটা এত দ্রুত সরে যায় আচমকাই অকারণে,

নুন তেল উনুনে তটস্ততা নেই, তবু্‌ও নিস্তেজ ব্যস্ততা,

বিস্বাদের স্বাদ গিলে খায় উদরটা অনিয়মের নিয়মে।

বিকেলের ডাঙ্গুলি রোদ সঙ্গীবিহিন নির্জন পথ হাঁটে,

অবিরত দীর্ঘশ্বাসের কাঁপন একাকার নিঃশব্দে

মিশে যায় বজ্রপাতের গর্জনে,

সাঁঝ নামে সলতে বিহীন দীপে বিহান বেলার

বাসি কাঁথায় পরনে।

সুদীর্ঘ রাত পালিয়ে বেড়ায় জোছনার সাথে

আলেয়ার ভুতুড়ে হাতছানিতে—–

নির্ঘুম হোঁচট খাওয়া স্বপ্নের রাত মেঘের পালক লাগা

ডানায় উড়াল দিয়ে কি খুঁজে বেড়ায়?

নিবু নিবু চেয়ে থাকা শেষ রাতের তারাটা

লুকোচুরি খেলে হরিয়ে যায় কার সাথে?

একার একাকীত্ব ভাবনা গুলো হেসে ওঠে

খলখলিয়ে নিঃশব্দে বেদনায়।

পূর্ববর্তী নিবন্ধআত্মসাধনা
পরবর্তী নিবন্ধস্বপ্ন যখন সাহস পায়: এক উদ্যোক্তার এগিয়ে চলার গল্প