যানজট নিরসনে পদক্ষেপ নিন

| সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

যানজটের ভয়াবহতায় নগরবাসীর নাভিশ্বাস উঠে গেছে। ঘন্টার পর ঘন্টা তীব্র যানজটে পড়ে নাকাল হচ্ছেন জনগণ। যানযজট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ঘর থেকে বেরোলেই ভোগান্তি শুরু। যানযটের কবলে পড়ে মানুষের হাজার হাজার কর্মঘন্টা ভয়াবহ রকমভাবে নষ্ট হচ্ছে। মূমুর্ষ রোগী পরিবহণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
একদিকে যেমন জনদুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে অন্যদিকে দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। তাই যানজট গভীরতা নির্ণয়পূর্বক সুদূর প্রসারী ও সাশ্রয়ী সমাধান প্রয়োজন বলে নগরবাসী মনে করেন।
নজরুল ইসলাম অপু,
বহদ্দারবাড়ি, বহদ্দারহাট,
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধশ্যামল মিত্র : বাংলার সংগীতাকাশে এক উজ্জ্বল নক্ষত্র
পরবর্তী নিবন্ধশালীন ও শৃঙ্খলিত পরিবেশে হোক র‌্যাগ ডে