বহু লেখালেখির পরও যানজটের সমস্যা নিরসন হচ্ছে না। বরং দিন দিন তা জটিল থেকে জটিলতর আকার ধারণ করছে। যানজটের অন্যতম কারণ হচ্ছে পরিবহন ব্যবস্থাপনার চরম বিশৃঙ্খলা। গুরুত্বপূর্ণ সড়ক জুড়ে যেখানে সেখানে ইচ্ছেমতো গাড়ি পার্কিং নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। যেখানে সেখানে পড়ে থাকছে নির্মাণ সামগ্রীর স্তুুপ। ভাঙাচোরা, খানা-খন্দে পূর্ণ রাস্তা একাংশ দখল, অর্ধেক রাস্তা জুড়ে থাকছে শত শত গাড়ির এলোপাতাড়ি পার্কিং। মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে ট্রাফিক পুলিশের দাবি। মাঝ রাস্তায় বাস থামিয়ে চলে যাত্রী উঠানামা। ফুটপাতগুলো হকার বা দোকানদের দখলে চালকদের ট্রাফিক আইন না মানার প্রবণতা। যানজটের কারণে দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পুরো নগরী যেন একটি পার্কিং জোনে রূপান্তরিত হয়েছে। এসব অনাচার দেখার যেন কেউ নেই। ট্রাফিক বিভাগকেও কোন ব্যবস্থা নিতে দেখা যায় না। নগরবাসী এর থেকে পরিত্রাণ চায়।
নজরুল ইসলাম অপু, বহদ্দার বাড়ি, বহদ্দারহাট, চট্টগ্রাম।