যাত্রীর পরিত্যক্ত লাগেজে ৯০ লাখ টাকার সিগারেট

শাহ আমানত বিমানবন্দর

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৪:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অ্যারাইভাল হলে পরিত্যক্ত অবস্থায় ৬টি লাগেজ থেকে ৮০০ কার্টন মন্ড সিগারেটের বড় একটি চালান উদ্ধার করা হয়েছে। হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার সংলগ্ন স্থানে লাগেজগুলো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গতকাল (শনিবার) সকাল ১১টায় এসব সিগারেট উদ্ধার করা হয় বলে জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, বিমানবন্দরের কাস্টমস শাখা উল্লেখিত লাগেজগুলোর কোনও মালিকানা না পাওয়ায় পরিত্যক্ত মালামাল হিসেবে ৮০০ কার্টন মন্ড সিগারেট জব্দ করে। জব্দকৃত মালামাল থেকে রাজস্ব আদায় হবে ৯০ লাখ টাকা।

কাস্টমস সূত্রে জানা গেছে, বিদেশি সিগারেট দুইভাবে আমদানি করার সুযোগ আছে। সাধারণ আমদানি ও বন্ডেড ওয়্যার হাউসের মাধ্যমে। সাধারণ আমদানির মাধ্যমে সিগারেট আনতে হলে উচ্চ শুল্ককর পরিশোধ করতে হয়। শুল্কমুক্ত সুবিধায় নির্দিষ্ট পরিমাণে বন্ডেড ওয়্যার হাউসের মাধ্যমে আমদানি করা যায়। বৈধভাবে সিগারেট আমদানিতে ৬০২ শতাংশ শুল্ককর পরিশোধ করতে হয়। কিন্তু এই শুল্ককর পরিশোধ করে বন্দর দিয়ে সিগারেট আমদানির নজির নেই। তবে বন্ডেড ওয়্যার হাউসগুলো শুল্কমুক্ত সুবিধায় সামান্য পরিমাণে সিগারেট আমদানি করছে। বিমানবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে অবৈধভাবে দক্ষিণ কোরিয়ার ইজি ও মন্ড ব্র্যান্ডের মতো সিগারেট আনার প্রবণতা বেড়েছে বলেও সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসংসদ ও গণভোটের তফসিল চূড়ান্তে কমিশন বৈঠক আজ
পরবর্তী নিবন্ধজাহাজটিকে কূলে আনতে গিয়ে ঝুঁকিতে প্লাবন