যাত্রীবাহী ট্রেন এবং কনটেইনার ট্রেন কখন চলবে সিদ্ধান্ত হতে পারে আজ। আজ রেল ভবনে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, রেল মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজকের এই বৈঠকে যাত্রীবাহী ট্রেন এবং কনটেইনার ট্রেন কখন চলবে এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রেলওয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী আজাদীকে বলেন, মঙ্গলবার (আজ) সকালে মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে মিটিং হবে। মিটিংয়ে ট্রেন কখন চালু হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে। এখন শুধুমাত্র তেলের গাড়ি চলছে। কনটেইনার ট্রেনও চলছে না। কনটেইনার ট্রেন না চালালে তো হবে না। পণ্য পরিবহন তো করতে হবে। একটা ইঞ্জিন এবং কোচের দাম তো অনেক। মিটিংয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত হবে; ট্রেন কখন থেকে চলবে। কোটা আন্দোলনের নামে নাশকতার কারনে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকার পর গত শনিবার থেকে চট্টগ্রাম থেকে বিজিবি সদস্যদের পাহারায় দেশের বিভিন্ন গন্তব্যে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।