যশোরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর অভিযোগ

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

যশোরের অভয়নগরে পুলিশের হেফাজতে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২ জুন) সকালে এ ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম আফরোজা বেগম (৪০)। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, আফরোজার মৃত্যু হয়েছে হৃদরোগে। খবর বাংলানিউজের।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, এসআই শামছুল হক, এএসআই সিলন ও পুলিশ সদস্য রাবেয়া গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের আব্দুল জলিল মোল্যার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে জলিলের স্ত্রী আফরোজা বেগমকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে। পরে আফরোজাকে থানা হেফাজতে রাখা হলে হঠাৎ রোববার (২ জুন) সকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় পুলিশ তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আফরোজাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর আগেই রাজারহাট এলাকায় পৌঁছালে আফরোজার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধএক বছরে চা উৎপাদন বেড়েছে ৩৩ শতাংশ
পরবর্তী নিবন্ধনির্বাচন হচ্ছে কোথায়, প্রশ্ন ফখরুলের