যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম পাল্টানো হয়েছে; যা এখন থেকে যমুনা রেলসেতু নামে পরিচিত হবে। পাশাপাশি ওই সেতুর দুই পাশের দুটি স্টেশনের নামও বদল গেছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের নাম এখন থেকে ইব্রাহিমাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের নাম দেওয়া হয়েছে সয়দাবাদ। এ সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান গতকাল রোববার বলেন, প্রায় মাসখানেক আগে নাম পরিবর্তনের একটি চিঠি আমাদের কাছে এসেছে। আমাদের কাজের সঙ্গে সম্পৃক্ত ঠিকাদার, পরামর্শক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে আমরা বিষয়টি জানিয়ে দিয়েছি। খবর বিডিনিউজের।