যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের ৫৩৩তম বোর্ড সভা গত ১৬ এপ্রিল ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ও জেওসিএল বোর্ডের চেয়ারম্যান এম এ আকমল হোসেন আজাদ। উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক কওছার জহুরা, মো. সামসুল আলম ভূঁইয়া, ড.নূরুন্নাহার চৌধুরী, মোহাম্মদ আবদুল কাদের, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, প্রকৌশলী শেখ আল আমীন, সালেহ আহমেদ খসরু, ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরুত–ই–ইলাহী এবং কোম্পানি সচিব মো. মাসুদুল ইসলাম।
সভায় অন্যান্য প্রস্তাবের পাশাপাশি যমুনা অয়েল কোম্পানীর সামাজিক দায়িত্ব পালন (ঈঝজ) তহবিল হতে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ’ এ ২০ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদানের প্রস্তাব অনুমোদন করা হয়।