যমুনা অয়েল কোম্পানির ৫৩০তম বোর্ড সভা

| বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৩ পূর্বাহ্ণ

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৫৩০তম বোর্ড সভা গত ৩০ জানুয়ারি হাইব্রিড পদ্ধতিতে ঢাকা লিয়াজোঁ অফিস বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। বোর্ড চেয়ারম্যান এম এ আকমল হোসেন আজাদ, সদস্য (সিনিয়র সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশনের সভাপতিত্বে সভায় কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। জেওসিএল বোর্ডের পরিচালক ড. নুরুন্নাহার চৌধুরী, কওছার জহরা, মো. শামসুল আলম ভূঁইয়া, কবির মাহমুদ, অনিকা চৌধুরী, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, প্রকৌশলী শেখ আল আমিন, সালেহ আহমেদ খসরু, মুস্তফা কুদরতইলাহী এবং কোম্পানি সচিব মো. মাসুদুল ইসলাম বোর্ড সভায় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুব রেড ক্রিসেন্ট চিটাগাং আইডিয়্যাল হাই স্কুলের প্রশিক্ষণ সনদ বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণের দাবিতে স্মারকলিপি