স্বপ্নের আয়তন যত বড় হবে মন ততই উচ্ছ্বসিত হবে। ছুটে বেড়াবে লক্ষ্য স্থির করতে। ধাপে ধাপে মন এগিয়ে যাবে তেজোদীপ্ত রক্তে ঝড় তুলবে। নতুন করে খোঁজবে সঠিক পথ। নিজ বিশ্বস্ততায় ভবিষ্যতের দ্বার উন্মুক্ত হবে। জীবনের সব কঠিন সমস্যাগুলো লৌহমানবের ন্যায় বিলীন করবে। অলীক স্বপ্নবুনে আপন স্বপ্ন বীজ বুনবে অনাসায়ে। বিরামহীন চেষ্টা ও শ্রম সফল করে শুদ্ধতায় জ্ঞানে মহিমান্বিত হয়ে তখন আমিত্বের উপর উর্বর সুশীতল মৃদু বাতাস বইবে মনের উপর। হতাশা কাটিয়ে জীবন স্বপ্নের পথ খোঁজে নেবে। আত্মশুদ্ধির সাথে সাথে জীবনে আলোয় আলোয় ভরে উঠবে। আর কখন পিছনে ফিরে থাকাতে হবে না। তাই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। নিজের মধ্যে সকল সংকীর্ণতা কৃপণতা ত্যাগ করতে হবে। মনের মাঝে যত দুঃখ জড়তা গ্লানি ব্যর্থতা জীর্ণতা আছে তা দূর করে একটি সম্ভাবনাময় জীবন গড়ে তুলতে হবে। আমি পারবো এই কথাটা ভাবনায় রাখতে হবে। স্বপ্নের সিঁড়ির নির্দিষ্ট কোনো ধাপ নেই। তাই বিরামহীনভাবে নিজের ভবিষ্যৎ বাস্তবায়ন করতে হবে। কীভাবে অন্যের বদনাম বেড়ে করা যায়, কীভাবে একজনকে ছোট করা যায়, দোষ ধরা যায় এগুলো নিয়ে জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করে ফেলি। ঐ সব বদঅভ্যাস একেবারে চিন্তা থেকে ফেলে দিতে হবে। যাদের এই অভ্যাসগুলো আছে এরা কখনো ভালো লোক নয়। সকলে তাদের নিন্দা করে। তাই সব সময় আত্মসমালোচনা করা উচিৎ। নিজের ভালো মন্দ বিশ্লেষণ নিজেকেই করতে হবে। লক্ষ্য পৌঁছাতে প্রয়োজনবোধে চিন্তার কৌশল পরিবর্তন করে স্বপ্ন বাস্তবায়নের জন্য এগিয়ে যেতে হবে।