চেনা গণ্ডি পেরিয়ে পাড়ি জমিয়েছেন অন্য পারে, কিন্তু ফুটবলকে কি বিদায় বলেছেন দিয়েগো মারাদোনা? জীবনকালেই তো ভক্ত-সমর্থকদের কাছে, সর্বোপরি ফুটবল বিশ্বের কাছে ওয়াদা করে গেছেন, আবারও ফিরে আসবেন তিনি। একই রূপে, ফুটবল জাদুকরের বেশে। ১৯৮৬ সালের মেঙিকো বিশ্বকাপে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বজয়ের মুকুট পরানো মারাদোনা শুধু ফুটবল পায়েই নয়, মুখের বুলিতেও নিজেকে তুলে ধরেছেন আপন মহিমায়।
স্প্যানিশ ক্রীড়া পত্রিকা তাদের প্রথম পৃষ্ঠায় মারাদোনার একটি ছবি দিয়ে তুলে ধরেছে তার বিখ্যাত একটি কথা, যেখানে ফুটে উঠেছে ফুটবলের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা- ‘মরে গেলে, আবারও আমি জন্ম নিতে চাই এবং একজন ফুটবলার হতে চাই। আবারও দিয়েগো আরমান্দো মারাদোনা হতে চাই। আমি একজন ফুটবলার যে মানুষকে আনন্দ দিয়েছে আর এটা আমার জন্য যথেষ্টর চেয়ে বেশি।’