যথাযথ কর্তৃপক্ষের সমীপে

| বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

চান্দগাঁও বাহির সিগন্যাল পশ্চিম বড়ুয়া পাড়া একটি জনবহুল এলাকা। এই এলাকার পার্শ্ববর্তী হিন্দু, মুসলিম, খৃষ্টান ধর্মালম্বী সহ স্থায়ী, অস্থায়ী মিলে প্রায় দুই সহস্রাধিক লোকের বসবাস এবং সামাজিক সমপ্রীতির সঙ্গে বসবাস করেন। এখানে বৌদ্ধদের বিহার, খৃষ্টানদের গীর্জা রয়েছে। বড়ুয়া পাড়ার পাশে রয়েছে একটি খাল। যেটি সিডিএ ইন্ডাস্ট্রি এরিয়ার বিভিন্ন শিল্প কারখানার ও আশেপাশের আবাসিক, অনাবাসিক এলাকার পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উল্লেখ্য পশ্চিম বড়ুয়া পাড়া এলাকাটি সিটি করপোরেশনের আওতাভুক্ত হলেও এখানে সিটির সুযোগ সুবিধা তেমন একটা চোখে পড়েনা। এই এলাকায় নেই গ্যাস সংযোগ, নেই ওয়াসা, নেই জনগণ চলাচলের ভালো রাস্তা। রেলওয়ের রাস্তার পাশদিয়ে প্রতিদিন শতশত স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন অফিসগামী লোকজন চলাচল করেন।

যা অনেকটা ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভিন্ন এলাকায় খাল ও রাস্তা সংস্কারের কাজ করলেও এই পর্যন্ত এই এলাকায় কোন সংস্কার কার্যাক্রম পরিচালিত হয়নি। তাই এই এলাকার মানুষের প্রধান দাবি বাহির সিগন্যাল হতে পশ্চিম বড়ুয়া পাড়া হয়ে খৃস্টান পাড়া পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করা। যাতে দুর্যোগপূর্ণ মুহূর্তে ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স নিয়ে আসা যায় এবং বড়ুয়া পাড়ার পাশে বয়ে যাওয়া খালটি সংস্কার করে পানির প্রবাহ সচল রাখা।

অনুপ বড়ুয়া

চান্দগাঁও, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবুলবুল চৌধুরী: উপমহাদেশের কিংবদন্তি নৃত্যপরিচালক
পরবর্তী নিবন্ধঅসাধারণ আয়োজন