চট্টগ্রাম নগরের সরকারি ১০টি স্কুলে মোট ২ হাজার ২৩৬টি শূন্য আসনের বিপরীতে সমপরিমাণ শিক্ষার্থী লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে লটারির মাধ্যমে সমপরিমাণ প্রথম ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি হতে পারবে। নির্বাচিতরা আজ বুধবার থেকে ভর্তি হতে পারবে এবং আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত নির্বাচিতদের ভর্তির সুযোগ থাকবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন আজাদীকে জানিয়েছেন। তিনি বলেন, ২৩ ডিসেম্বরের পর তিন দিন প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে এবং পরের দুদিন দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য থাকা আসনে ভর্তির সুযোগ পাবে।
গতকাল মঙ্গলবার সকালে ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি–বেসরকারি স্কুলে ভর্তির লটারির আয়োজন করা হয়। পরে ডিজিটাল লটারির দীর্ঘ প্রক্রিয়া শেষে দুপুরে একযোগে সারা দেশের সরকারি–বেসরকারি স্কুলগুলোর ফল প্রকাশিত হয়।
জানা গেছে, নগরের ১০টি সরকারি স্কুলের ২ হাজার ২৩৬টি খালি আসনের বিপরীতে আবেদন পড়ে ১ লাখ ৩৮ হাজার ৯৩৬টি। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৬২টি আবেদন পড়ে। ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করেছে।
যে স্কুলে যত নির্বাচিত : গভ. মুসলিম হাই স্কুলে পঞ্চম শ্রেণিতে ১০৭ জন, ষষ্ঠ শ্রেণিতে ১১০ জন এবং নবম শ্রেণিতে ১০৯ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণিতে ২১৭ জন নির্বাচিত হয়েছে। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ২১৬ জন, নবম শ্রেণিতে ১০৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ২১৮ জন নির্বাচিত হয়েছে। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ১০৬ জন, ষষ্ঠ শ্রেণিতে ১১০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ১০৮ জন, ষষ্ঠ শ্রেণিতে ১০৯ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ১০৯ জন, ষষ্ঠ শ্রেণিতে ১০৯ জন এবং নবম শ্রেণিতে ৫০ জন নির্বাচিত হয়েছে। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ২১৯ জন, ষষ্ঠ শ্রেণিতে ২০ জন নির্বাচিত হয়েছে। হাজী মুহা. মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ১১০ জন নির্বাচিত হয়েছে। চট্টগ্রাম সরকারি মডেল হাই স্কুলে পঞ্চম শ্রেণিতে ৫১ জন, অষ্টম শ্রেণিতে ২৪ জন এবং নবম শ্রেণিতে ২৬ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
এ তালিকা নিশ্চিত করে চট্টগ্রাম স্কুল ভর্তি কমিটির সদস্য সচিব এন আমিন বলেন, যতটা আসন তত শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। এছাড়া দুটি সমপরিমাণ অপেক্ষা তালিকা প্রকাশ করা হয়েছে। কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি হতে পারবে।