ময়মনসিংহে স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ালেন চিকিৎসক, অব্যাহতি

| রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৪:৪৮ পূর্বাহ্ণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এক চিকিৎসকের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ চিকিৎসক ধনদেব বর্মনকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন খান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়। খবর বিডিনিউজের।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র রোগের চিকিৎসা বিষয়ক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি সেমিনারে প্রধান অতিথি হয়ে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর। সেমিনারে অংশগ্রহণের আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে সেখানে আলাদা টেবিল থাকার কারণ জানতে চান চিকিৎসকদের কাছে। তখন ক্যাজুয়ালটি ইনচার্জ চিকিৎসক ধনদেব বর্মন লেখার জন্য টেবিল থাকার কথা বলেন। এ থেকেই বাগবিতণ্ডার সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ সময় স্বাস্থ্যের মহাপরিচালক চিকিৎসক ধনদেব বর্মনের উদ্দেশে বলেন, আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কথাবার্তা হুঁশ করে বলবেন। অধ্যাপক আবু জাফর নিজের সঙ্গে থাকা লোকজনকে ভিডিও করতে বলেন। তিনি বলেন, যারা ডিজির সঙ্গে এমন ব্যবহার করে তারা রোগীর সঙ্গে কেমন ব্যবহার করে!

তখন চিকিৎসক ধনদেব বলেন, আমি রোগীর সঙ্গে অনেক ভালো ব্যবহার করি, কিন্তু যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে আমার ব্যবহার ভালো না। তিনি বলেন, চিকিৎসক সম্প্রদায় বাংলাদেশের জনগণের পক্ষে নয়। তখন মহাপরিচালক বলেন, এটা তো অন্য বিষয়। কিন্তু আপনি তো ব্যবহারই শিখেন নাই।

চিকিৎসক বলেন, ঢাকায় তিন দিনের প্রশিক্ষণ করলাম; আপনার দুদিন আসার কথা ছিল, একদিনও আসেননি। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে চিকিৎসক বলতে থাকেন, আমাকে সাসপেন্ড করেন, নো প্রবলেম।

তখন সেখানে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন খানসহ প্রশাসনিক কর্মকর্তা ও চিকিৎসক উপস্থিত ছিলেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, পরিদর্শনে সেবার মান নিয়ে মহাপরিচালকের সঙ্গে ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ধনদেব বর্মনের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। যা মোটেও ঠিক হয়নি। এ ঘটনায় তাকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ও সহকারী অধ্যাপক ধনদেব বর্মন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি চাকরির শেষ বয়সে চলে এসেছি। আমার বন্ধুবান্ধব সবাই অধ্যাপক পদে রয়েছেন। আমাকে সারাজীবন লেকচারার হিসেবেই থাকতে হয়েছে। স্বাস্থ্যের ডিজি আমার সমবয়সী হবেন। আমি হাসপাতালে বিভিন্ন সীমাবদ্ধতার কথা বলেছি উনাকে। এটি শুনে তিনি রেগে গেছেন। রোগী ও চিকিৎসকদের সামনে আমার সঙ্গে যাচ্ছেতাই ব্যবহার করা হয়েছে। তিনি ডিজি তাই আমার সঙ্গে ক্ষমতার অপব্যবহার করেছেন। চিকিৎসক বলেন, আমাকে নাকি শোকজ করা হয়েছে। আমি আর চাকরি করব না। নিজে থেকেই চলে যাব দুএকদিনের মধ্যে।

পূর্ববর্তী নিবন্ধচবি কেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধমঞ্জু-আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আসছে নতুন জোট