মৎস্যখাতে কর্মরত নারীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি নিয়ে কর্মশালা

| বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

ইউরোপীয়ান ইউনিয়ন ও অঙফাম ইন বাংলাদেশের সহযোগিতায় ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) বাস্তবায়িত এম্পাওয়ারম্যান্ট অব্‌ ফিশারউইমেন ইন কোস্টাল চট্টগ্রাম এন্ড কক্সবাজার (ইএফসিসিসি) প্রকল্পের আওতায় মৎস্যজীবী ও মৎস্যখাতে কর্মরত নারীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকির উপর সম্পাদিত গবেষণাপত্রের আলোকে গতকাল বুধবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্রাইট বাংলাদেশ ফোরামের বাকলিয়াস্থ প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর বেগম লুৎফুন্নেছা দোভাষ বেবী এবং প্রধান বক্তা ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। কর্মশালায় প্যানেল আলোচক ছিলেন অভিজিৎ সাহা, সাজু মহাজন, সঞ্জয় কুমার বিশ্বাস। কর্মশালা পরিচালনা করেন সোহাইল উদ দোজা। বক্তব্য রাখেন হারাধন চৌধুরী, মো. শফিউল আজম, ফজলুল আমিন, চম্পা দাশ, রুমা বেগম ও আমেনা বেগম, সুস্মিতা দত্ত এবং সূচনা বক্তব্য রাখেন কর্মশালা সমন্বয়ক মাহবুবা আকতার।

কর্মশালায় আলোচকগন মৎস্যজীবী নারীদের স্বাস্থ্য ও পেশার সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট স্ব স্ব সরকারি দপ্তরগুলি দায়িত্বশীল হওয়ার উপর গুরুত্বারোপ করেন। জনপ্রতিনিধিগণ নিজ ওয়ার্ড কার্যালয়ে কমিউনিটি লিগ্যাল সাপোর্ট ইউনিট (সিএলএসইউ) গঠনে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল আজকাল
পরবর্তী নিবন্ধপটিয়ায় মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা ইয়াজদাহুম মিলাদ মাহফিল