চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, পটিয়া ও বোয়ালখালীতে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পণ্য বিতরণ করবে এলবিয়ন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এলবিয়ন ডিস্ট্রিবিউশন। ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রমের যাত্রা শুরু উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রামে এলবিয়ন গ্রুপের কর্পোরেট অফিসে পক্ষদ্বয়ের মধ্যে পরিবেশক চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলবিয়ন গ্রুপের পক্ষে চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত ও ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতাহার উদ্দিন সাকিব এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পক্ষে পূর্বাঞ্চলের রিজিওনাল হেড তাইফুর ফেরদৌস ও এরিয়া সেলস ম্যানেজার মো. আশরাফুল ইসলাম।
প্রসঙ্গত, এলবিয়ন গ্রুপ জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদনে স্বনামধন্য শিল্পগ্রুপ। এলবিয়ন ২০২০ সালে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাথে বিপণন চুক্তির মাধ্যমে ডিস্ট্রিবিউশন ব্যবসার যাত্রা শুরু করে। অন্যদিকে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড একটি ভোগ্যপণ্য উৎপাদনকারী বহুজাতিক কোম্পানি। ভারতের মুম্বাইতে প্রতিষ্ঠানটির সদর দপ্তর। প্রেস বিজ্ঞপ্তি।