ম্যারাডোনার প্রতি গণমাধ্যমের শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বিশ্বের প্রায় সব গণমাধ্যমের প্রথম পাতায় প্রাধান্য পেয়েছে দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবর। শ্রদ্ধা জানানো হয়েছে ‘ফুটবল ঈশ্বরকে’। গত বুধবার মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তির বয়স হয়েছিল ৬০ বছর। ফ্রান্সের বিখ্যাত ক্রীড়া দৈনিক ‘লেকিপে’ ম্যারাডোনার জাতীয় দলের আকাশি-সাদা জার্সি পরা একটি ছবি দেওয়ার পাশাপাশি শিরোনাম করেছে, “ঈশ্বর এখন মৃত। ১৯৮৬ বিশ্বকাপে প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন ম্যারাডোনা। ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে জয়ের পর ট্রফি হাতে ম্যারাডোনার উদযাপনের ছবি দিয়ে ব্রিটিশ দৈনিক দা টাইমস লিখেছে, “ঈশ্বরের হাতে।” ম্যারাডোনা সেই টুর্নামেন্ট শেষ করেছিলেন পাঁচ গোল নিয়ে। কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে তার দুই গোল বিখ্যাত হয়ে আছে ফুটবল ইতিহাসে। তার প্রথম গোলটি ফুটবল কাব্য-গাঁথায় অমর হয়ে আছে ‘ঈশ্বরের হাত’ হিসেবে। চার মিনিট পর করা দ্বিতীয় গোলটি ছিল ম্যারাডোনার অবিশ্বাস্য ফুটবল সামর্থ্যের ফসল। ছয়জনকে কাটিয়ে করা সেই গোল পরে ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে বিবেচিত হয়। ১৯৮৬ সালে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর ম্যারাডোনার ট্রফি উঁচিয়ে ধরা ছবি দিয়ে আর্জেন্টাইন পত্রিকা ক্লারিন লিখেছে, “সমতুল্য কেউ হবে না। অনেকের কাছে ম্যারাডোনা একজন ফুটবলারের চেয়েও বেশি কিছু হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বিশেষ করে আর্জেন্টিনা ও নেপলসে। নাপোলিকে জিতিয়েছিলেন তিনি দুটি সিরি ‘এ’ শিরোপা ও একটি উয়েফা কাপ। এখন পর্যন্ত ওই দুবারই লিগ শিরোপা জিতেছে নাপোলি। ইউরোপিয়ান শিরোপাও তাদের ওই একটিই। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো ম্যারাডোনার বিখ্যাত ১০ নম্বর জার্সিসহ শুধু লিখেছে ‘এডি১০এস।’ শিরোনামে হাইলাইট করা হয়েছে নাম।

পূর্ববর্তী নিবন্ধআবুধাবী টি-টেন লীগে বাংলা টাইগার্সের আইকন খেলোয়াড় লংকান সানাকা
পরবর্তী নিবন্ধআজ আবার মাঠে নামছে চট্টগ্রাম