বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার দুই দিনের ম্যাচে ঢাকা বিভাগ উত্তর এর সাথে ড্র করেছে চট্টগ্রাম বিভাগ। তবে প্রতিপক্ষকে ফলোঅনে ফেলে ৪ পয়েন্ট অর্জন করেছে চট্টগ্রাম বিভাগ। খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিনের প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৩৩ রান করে ইনিংষ ঘোষনা করেছিল। তবে গতকাল রোববার প্রতিপক্ষ ঢাকা উত্তরকে মাত্র ৬৩ রানের অলআউট করে ফলোঅনে বাধ্য করে চট্টগ্রাম। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ঢাকা বিভাগ উত্তর ১১৪ রান করলে খেলা ড্র হয়ে যায়। ঢাকা বিভাগ উত্তরকে প্রথম ইনিংসে ৬৩ রানে অল আউট করে দেওয়া পেছনে সবচাইতে বড় অবদান রাখে ১২ রানে ৬ উইকেট নেওয়া মোহাম্মদ মারওয়ান। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটসহ মোট ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে মোহাম্মদ মারওয়ান। অন্যদিকে প্রথম ইনিংসে চট্টগ্রামের অমিত ৭৬ ও লাবিব ৩৫ রান করে দলের সংগ্রহে মূল ভূমিকা রাখে। জবাবে দ্বিতীয় দিন শুরুতে ভালো করলেও ২৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ঢাকা উত্তর। পরে মারওয়ানের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৩ রানেই অলআউট হয় তারা। চট্টগ্রামের মারওয়ান ১৪.১ ওভার করে মাত্র ১২ রান খরচায় ৮টি মেডেনসহ ৬ উইকেট নেন। তবে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ড্র‘এর জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ঢাকা উত্তর। শেষ পর্যন্ত তারা ৫১ ওভার ব্যাট করে মাত্র ১ পয়েন্ট নিশ্চিত করে। তবে প্রথম ইনিংসের লিড, পুরো ৯০ ওভার খেলতে পারা, প্রতিপক্ষকে ১০০ রানের আগে অলআউট ও ম্যাচ ড্রয়ের জন্য মোট চার পয়েন্ট নিজেদের সংগ্রহে জমা করেছে চট্টগ্রাম বিভাগ।