জয়ের জন্য পাকিস্তান একাধিক সুযোগ পেলেও মূল ব্যবধানটা গড়ে দেন মূলত বিরাট কোহলিই। তাই ম্যাচ শেষে তার প্রশংসা করতে ভুললেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় বাবর বলেন, ‘এটা একটা শ্বাসরুদ্ধকর খেলা ছিলো। আমরা শুরুতে ভালো বোলিং করেছি। এরপর পুরো কৃতিত্ব হার্দিক পান্ডিয়া এবং কোহলির। তারা খেলার চেহারা পাল্টে দিয়েছে এবং ম্যাচ জিতিয়েছে।
নতুন বলে যেখানে গতি এবং কিছুটা সুইং থাকেন, সেখানে এ ধরনের জয় খুব একটা সহজ নয়।’ নিজেদের সুযোগ ছিল, এমন কথা জানিয়ে বাবর বলেন, ‘ম্যাচ জিততে আমাদের একটা সুযোগ ছিলো, আমি ছেলেদের বলেছি বিশ্বাস রাখতে। তারপরও সব কৃতিত্ব বিরাট কোহলির।
শেষদিকে আমাদের একটা উইকেট প্রয়োজন ছিলো। যার কারণে আমরা পেসারদের খেলিয়েছি। নওয়াজকে রেখেছি শেষে বোলিংয়ের জন্য। ম্যাচের অনেক ইতিবাচক দিক রয়েছে। ইফতেখার এবং শান যেভাবে খেলেছে, এটা আমাদের জন্য ভালো ইনিংস ছিলো।’