নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচকে ঘিরে একটু বেশিই গুরুত্ব দেয়া হচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের সিরিজ নিয়ে আগ্রহ আছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও গণমাধ্যমেরও। সেটি যেন বাড়তি হাওয়া পেয়েছে প্রথম ম্যাচ জেতার পর। একসঙ্গে দুটি রেকর্ড গড়ে এই জয় পেয়েছে বাংলাদেশ। দলীয় সর্বোচ্চ ২৫২ রান করার পর তারা জেতে রেকর্ড ১৫৪ রানের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। তবে পেসার মারুফা আক্তার জানিয়েছেন, একটি ম্যাচ করেই ভাবতে চান তারা। বিসিবির ভিডিও বার্তায় মারুফা বলেন, ‘আমরা একটা ম্যাচ ধরে চিন্তা করছি। প্রথম ম্যাচ জিতেছি। এখন আমাদের দ্বিতীয় ম্যাচ লক্ষ্য। তা জিতলে তৃতীয় ম্যাচ নিয়ে চিন্তা করব।’ ‘তারাও যেহেতু হেরেছে, তাই অনেক ভালোভাবে টার্গেট করবে আমাদের। আমাদের আরও বেশি চিন্তা করতে হবে তারা কোন কোন দিক থেকে দুর্বল, কোন দিক থেকে ভালো খেলছে। এদিকে একটু বেশি ফোকাস দিতে হবে।’ রেকর্ড রান করার পর বোলিংয়েও দারুণ করেছে বাংলাদেশ। আইরিশ মেয়েরা অলআউট হয়েছে স্রেফ ৯৮ রানে। একমাত্র পেসার হিসেবে খেলা মারুফা নিয়েছেন দুই উইকেট। তবে আরও উন্নতির পথ খুঁজছেন মারুফা। জানিয়েছেন, আরও একজন পেসার হলে ভালো হতো কি না। মারুফা বলেন, ‘আমার কাছে মনে হয়েছে স্পিন বলেন, পেস অ্যাটাক বলেন অনেক ভালো হচ্ছে। শুধু একটু ছোটখাটো ভুলের কারণে আমরা যেগুলো করি, সেখানে তারা রান বের করছে। ইনশা আল্লাহ পরের ম্যাচে ভালোভাবে কামব্যাক করবো।’ ‘এটা আসলে তারাও অবশ্যই কামব্যাক করতে চাইবে। আমাদের আরও বেশি ফোকাস দিতে হবে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে। এটা তো অবশ্যই ভালো হতো (একজন বাড়তি পেসার)। যেহেতু মিরপুর স্পিন উইকেট। এখন টিম যা ভালো বোঝে। আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে সবকিছু।’