জাতীয় দলে এখন আর তেমন আগের মত গুরুত্বপূর্ণ সদস্য নন মোস্তাফিজুর রহমান। অনেকেই আবার কাটার মাস্টারের ধার কমে গেছে বলেও মন্তব্য করেন। যে কারণে আইপিএল খেলে ফিরলেও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে তাকে সাইডবেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল। কিন্তু সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সুযোগ পেয়েই নিলেন ৪ উইকেট। দলকে জিতিয়ে হলেন ম্যাচসেরাও। ম্যাচসেরা হয়ে ৭৫০ ডলার পেয়েছেন মোস্তাফিজ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় এই অর্থ দিয়ে তিনি কী করবেন ? জবাবে হাসতে হাসতে মোস্তাফিজ বলেন, ‘শপিং করব। বাংলাদেশের পেস আক্রমণের একসময়ের মূল অস্ত্র মোস্তাফিজের হাতে দীর্ঘ চার বছর পর ওয়ানডেতে ম্যাচসেরার পুরস্কার উঠল। কারণ সেই ধার এখন আর তার বোলিংয়ে খুঁজে পাওয়া যায় না। তার কাটারগুলোও এখন আর প্রতিপক্ষের ব্যাটারদের মনে ভর ধরায় না। কিন্তু গত রোববার আইরিশদের বিপক্ষে মোস্তাফিজের সেই পুরনো ঝলকের দেখা মিললো। স্বাগতিকরা যখন প্রায় ম্যাচ বের করে ফেলেছে, ঠিক তখন একটা বিধ্বংসী স্পেল করেন তিনি। ৩ ওভারে ৯ রান খরচে তুলে নেন ৩ উইকেট। ওই স্পেলটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এভাবে চাপের মুহূর্তে ঘাবড়ে না গিয়ে দল জেতানোর পরও মোস্তাফিজ বলেন, আমার তো এটা নরমালই। এটাইতো সব সময়ই করি। এই ম্যাচের জন্য আলাদা কোনো পরিকল্পনা ছিল কি না জানতে চাইলে মোস্তাফিজ বলেন এক দিন আগে থেকেই আমি ভাবছিলাম ৫ উইকেট নেব। এমন সহজ–সরল জবাব দিলেও মাঠে কিন্তু এই ম্যাচে বেশ বিধ্বংসী ছিলেন মোস্তাফিজ। যা হাড়ে হাড়ে টের পেয়েছেন আইরিশ ব্যাটাররা।












