মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি

নদী বন্দরকে ২নং নৌ হুঁশিয়ারি সংকেত

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ জুন, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে গেছে। আবার জ্যৈষ্ঠ মাসও পেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তবে বর্ষা এগিয়ে না আসা পর্যন্ত বর্তমানে মৌসুমী বায়ুর প্রভাবে নগরীতে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বৃহস্পতিবার থেকে পরের কয়েকদিন শুষ্ক যেতে পারে বলেও জানানো হয়েছে।
চট্টগ্রাম আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক কেন্দ্রের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসানাৎ দৈনিক আজাদীকে বলেন, ‘ঘূর্ণিঝড় চলে যাওয়ার পরে পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। পরশু (বৃহস্পতিবার) থেকে শুষ্ক হয়ে যাবে। আগামী ১০ জুনের মধ্যেই মৌসুমী বায়ু সচল হয়ে গেলে পুনরায় বৃষ্টি শুরু হবে। এরমধ্যের সপ্তাহটি শুষ্ক থাকতে পারে।’
চট্টগ্রাম আবহাওয়া অফিস মঙ্গলবার সন্ধ্যা ৬টার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ ভারী থেকে মাঝারি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিম দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১৫-১৮ কি.মি. বেগে, যা অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়ার আকারে ৩৫-৪৫ কি.মি. বেগে প্রবাহিত হতে পারে। মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ১৩৪.৮ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম নদী বন্দরের জন্য দুই নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ দৈনিক আজাদীকে বলেন, ‘মৌসুম আসার আগে এই ধরনের অবস্থা থাকে। যে কারণে কিছু বৃষ্টি থাকে। মৌসুমী বায়ু স্থির না হওয়া পর্যন্ত এই ধরণের আচরণ থাকে। এজন্য আজ কাল বৃষ্টি হতে পারে।’

পূর্ববর্তী নিবন্ধ১২টি পশুর হাট বসাতে চায় চসিক
পরবর্তী নিবন্ধবাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে খাল-নালায় বর্জ্য পেলেই ব্যবস্থা