সাবেক ক্রিকেটার ও কোচ সালমান ফাহিমের পিতা রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া নিবাসী হেকিম মৌলানা মুহাম্মদ ফজলুল করিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান। কর্মজীবনে তিনি একজন সফল হেকিমী চিকিৎসক, মাদরাসার অধ্যক্ষ ও দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে প্রবাস জীবন যাপন করেন। গতকাল জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির (সিসিএ) সাবেক ক্রিকেটার ফাহিমের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সিসিএ’র প্রধান নির্বাহী সাইফুল্লাহ্ চৌধুরী ও কোচ ফয়েজউল্লাহ্ সুমন। প্রেস বিজ্ঞপ্তি।