হযরত মৌলানা শাহছুফি ছৈয়দ বি.এ জাফর আহমদ আল-ফারুক শাহ মাইজভাণ্ডারীর (ক.) ১ম পুত্র ও পাঁচলাইশ ওয়াজেদিয়া ঢঙ্কায়ে রহমানিয়া ফারুকী দরবারের মোন্তাজেম শাহজাদা ছৈয়দ তালেবুর রহমান মাহমুদ ফারুক বাবুল (রহ.) গতকাল বুধবার রাত ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও ভক্ত রেখে যান। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ওয়াজেদিয়াস্থ বি এ জাফর শাহার নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তালেবুর রহমান মাহমুদ ফারুকের মৃত্যুতে চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ) গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।