মৌলবাদীদের ‘যে কোনো মূল্যে’ রুখে দেওয়ার আহ্বান ১৫ নাগরিকের

| বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ১১:০৩ পূর্বাহ্ণ

জাতির পিতার ভাস্কর্যে যারা ভাঙচুর করেছে, ‘ভুল ব্যাখা’ দিয়ে যারা দেশের সব ভাস্কর্য উৎপাটনের ঘোষণা দিয়েছে, যে কোনো মূল্যে তাদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন ১৫ জন বিশিষ্ট নাগরিক। গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে তারা বলেছেন, ভাস্কর্য কালের ও মানব সভ্যতার শিল্পমণ্ডিত সাক্ষ্য। মানব ইতিহাস এই ভাস্কর্যের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বিধৃত করে মানুষের পরম্পরা তৈরি করে। মানুষের সম্পর্ক শৈলীর অদৃশ্য সূত্র তৈরি করে, মানুষের ইতিহাস জীবন্ত হয়ে থাকে প্রতিটি জনপদে। বিজ্ঞান ও শিল্পের এ অনিবার্য ভূমিকাকে প্রত্যাখান করে এ মৌলবাদী অপশক্তি বাংলাদেশকে একটি পশ্চাৎপদ জনপদে পরিণত করতে চায়। আমরা তাদের এ হীন প্রচেষ্টা যে কোনো মূল্যে রুখে দেব। খবর বিডিনিউজের।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, লেখক-গবেষক আবদুল গাফফার চৌধুরী, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী অনুপম সেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, আবদুস সেলিম, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, শিমুল ইউসুফ, প্রাবন্ধিক মফিদুল হক, শফি আহমেদ ও আবুল মোমেন।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা বেগম
পরবর্তী নিবন্ধনাজিম উদ্দীন খান স্মৃতি সংসদের আলোচনা সভা