ভারতের শিক্ষানবিশ চিকিৎসক ড. মৌমিতা ধর্ষণের বিচারের দাবিতে চট্টগ্রামে ‘রাত দখল’ কর্মসূচি পালিত হয়েছে। এ ছাড়া বাংলাদেশে ঘটে যাওয়া তনু হত্যা, মুনিয়া হত্যাসহ নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যার অসংখ্য ঘটনার বিচার দাবি ও নিজেদের নিরাপত্তার অধিকার আদায়ে তারা এই কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পালন করেন শিক্ষার্থীরা। তাদের হাতে ছিল ‘আমার মেয়ের জন্য এক পৃৃথিবী মানুষ চাই !’, ‘HER BROKEN BODY A MIRROR TO OUR BROKEN SYSTEM,’ ‘Even my dog understand when I say No,’ সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
‘মেইফুয়া অক্কল রাইত দহল গরো’ প্রতিপাদ্যকে ধারণ করে এই কর্মসূচির অংশ হিসেবে ছিল- ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদি স্লোগান, গান, কবিতা -পাঠ ও মোমবাতি প্রজ্জ্বলন। এসব আয়োজনের পাশাপাশি অংশগ্রহণকারী নারীরা নিজেদের সাথে ঘটে যাওয়া হয়রানির অভিজ্ঞতাও তুলে ধরেন।
কর্মসূচির মুখপাত্র চবি শিক্ষার্থী নুজহাত তাবাসসুম বলেন, আমরা ভারতে চলমান ধর্ষণবিরোধী আন্দোলন ও তার অংশ হিসেবে চলমান ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করছি ও বাংলাদেশে আজ অব্দি ঘটে যাওয়া সকল ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা -হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি ও বিচার দাবি করছি।
দিনে-রাতে সব সময় নিরাপদে চলাফেরা করা আমার অধিকার, অভ্যুত্থান পরবর্তী নতুন স্বাধীন বাংলাদেশে এই অধিকারের জন্য আওয়াজ তুলতেই আজকের এই আয়োজন।