নগরীর চকবাজারের অধিবাসী মরহুম সৈয়দ আহমদ খানের পুত্র মো. শাহজাহান খান (৭৪) গত সোমবার ভোর ৬টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং তিন মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান। ওইদিন বাদ আসর চকবাজারের কাপাসগোলা জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।