খাগড়াছড়ি পৌরসভা নিবাসি মো. আবদুস সালাম (৫৫) গত ২৯ নভেম্বর সকাল ৫টা ৪০ মিনিটে জেলা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিনই বাদ জোহর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে আনজুমানে খোদ্দামুল মুসলেমীন সৌদি আরব মক্কা শাখার সভাপতি সৈয়দ আমান উল্লাহ সমরকন্দি, সাধারণ সম্পাদক আলমগীর বিন হক শোক জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।