মাঝিরঘাট রোড পূর্ব মাদার বাড়ি উদয়ন গলি নিবাসী এয়াকুব কন্ট্রাকটারের প্রথম পুত্র, সাবেক ফুটবলার মরহুম মো. হোসেন ও মো. হাসানের বড় ভাই মোহাম্মদ মোহসীন গত মঙ্গলবার ভোর চারটায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মুৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ৫ ভাই, ২ বোন, স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। বাদে জোহর মাদারবাড়ি জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থান মরহুমকে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।