২১নং জামাল খান ওয়ার্ডের লাভলেইন ঝাউতলা নিবাসী মৃত শের আলীর বড় ছেলে সমাজসেবী মোহাম্মদ আলী (৭৫ বৎসর) গত ১১ আগস্ট রোববার রাত ১১.৩৯ মিনিটে অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, নাতী–নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল ১২ আগস্ট বাদ জোহর নামাজে জানাজা শেষে কদমমোবারক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।