রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন। বুধবার (২০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মোহাম্মদ ছরওয়ার আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (সদস্যসচিব), শিক্ষক প্রতিনিধি শাহানাজ আক্তার, অভিভাবক প্রতিনিধি নিজাম উদ্দিন আহমদ ফারুকী। নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ একটি সুপরিচিত ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এর রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও সুনাম। সকলের সহযোগিতায় আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।