মোহামেডান ব্লুজের জার্সি উন্মোচন

| রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহনকারী মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের জার্সি উন্মোচন করা হয়েছে গতকাল। নগরীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে জার্সি উন্মোচন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। মোহামেডান ব্লুজের সভাপতি আবদুল বারেকের সভাপতিত্বে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান নুরুল আজিম, সম্পাদক আইনুল কবির জিতু, মোহামেডান ব্লুজে সাধারন সম্পাদক মাসুদুর রহমান, ক্লাবের কর্মকর্তা আবু সৈয়দ মাহমুদ, সাদেক হোসেন পাপ্পু। এ সময় ক্লাবের যুগ্ম সম্পাদক জহির আহমেদ চৌধুরী, কর্মকর্তা আবু মোরশেদ, ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু, কোচ নাছির উদ্দীনসহ দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।