সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত আসন্ন মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কমিটির চেয়ার করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ মোহাম্মদ ইদ্রিচ মিয়াকে। ক্লাবের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য ইদ্রিচ মিয়া চট্টগ্রাম মোহামেডানের সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এবারের মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে শক্তিশালী দল নিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে মোহামেডান।
২০২৪ সালের ৫ আগস্ট দেশে পট পরিবর্তনের পর থেকে বলতে গেলে খেলাধুলা নির্বাসিত। জাতীয় পর্যায়ের কিছু খেলাধুলা হলেও জেলা পর্যায়ের খেলাধুলা নেই। এমন এক পরিস্থিতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা, শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট। আর সে টুর্নামেন্টে চট্টগ্রাম মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যানের গুরু দায়িত্ব পালন করছেবন ইদ্রিচ মিয়া।