মোহরা বাণী মিলন সংঘের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক শিল্পপতি সুকুমার চৌধুরীর সৌজন্যে দোল উৎসব গৌরাঙ্গ নিকেতন প্রাঙ্গণে গত ১৮ মার্চ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংঘের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক দিলীপ কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডা. বিপ্লব কুমার দেওয়ানজী ও মনোজ দত্ত। উপস্থিত ছিলেন সাধন চৌধুরী, রানা মজুমদার, নিউটন কুমার মজুমদার, পীযূষ চৌধুরী, পঙ্কজ চৌধুরী, পিন্টু তালুকদার, রানা চৌধুরী, যীশু চৌধুরী, অভি চৌধুরী তমাল, দেবু দাশগুপ্ত, মিশু চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












