মোহরায় রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের মাছের পোনা অবমুক্ত

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৯:৩৩ পূর্বাহ্ণ

মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখি সমৃদ্ধ দেশ গড়ি’এই স্লোগানেকে ধারণ করে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পনের শতাধিক পোনা নগরীর মোহরা জানআলি হাট জামে মসজিদের পুকুরে অবমুক্ত করা হয়েছে। রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মোহরার মাওলানা মোরশেদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি লায়ন আব্দুল মন্নান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি সেলিম জাবেদ ও ব্যবসায়ী নাজিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাহেদুল করিম বাপ্পী সিকদার। এসময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মো. জিয়াউদ্দিন রকি, প্রকল্প পরিচালক কাজী গোলাম মোস্তফা, কাজী আরিফ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফুল, নয়ন ও বাদশা প্রমুখ। মাছ অবমুক্তকরণ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন মাওলানা মোরশেদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউৎসবমুখ পরিবেশে সরস্বতী পূজা উদযাপন
পরবর্তী নিবন্ধমমতাজ উদ্দিন ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ