মোহরায় দুই শতাধিক গাছ থেকে পেরেক ব্যানার উচ্ছেদ

পরিবেশ রক্ষায় ছায়ানীড়ের উদ্যোগ

| রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১১:৪৬ পূর্বাহ্ণ

নগরী মোহরার মৌলভীবাজার এলাকায় মোট ২০০ টি গাছ থেকে পেরেক এবং অবৈধভাবে লাগানো ব্যানার, পোস্টার ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। ছায়ানীড় চট্টগ্রাম সংগঠনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার মৌলভীবাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানুষ এবং গাছ একে অপরের উপর নির্ভরশীল। মানুষের মতো গাছেরও জীবন আছে। আমরা আমাদের লাভের জন্য গাছের উপর অবৈধভাবে পেরেক মেরে ব্যানার, পোস্টার লাগাই।
এর ফলে গাছের মারাত্মক ক্ষতি হয়। অনেক সময় গাছের মৃত্যু পর্যন্ত হয়। কিন্তু গাছের বাকশক্তি না থাকার কারণে সে তা ভাষায় প্রকাশ করতে পারেনা। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরুপ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক রুবেল উদ্দিন, সদস্য মেহরাব, আযাদ, হোসাইন, ইমরান, সাইফুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদকাসক্ত নিরাময় কেন্দ্রসমূহের জরুরি সভা
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় আহত নারীর মৃত্যু