মোস্তাফিজের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ১০:৪৯ পূর্বাহ্ণ

প্রথম টিটোয়েন্টিটা ভালো যায়নি। এরপরই দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালেন মোস্তাফিজুর রহমান। শেষ ম্যাচে রীতিমত চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দিলেন। সেইসঙ্গে গড়লেন রেকর্ড। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টিটোয়েন্টিতে ১ উইকেট নিতে ৪ ওভারে ৩৪ রান খরচ করে বসেছিলেন মোস্তাফিজ। মিরপুরে ফিরে দ্বিতীয় টিটোয়েন্টিতে ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন একটি উইকেট।

গতকাল মঙ্গলবার ইংল্যান্ডকে ধবলধোলাইয়ের লজ্জা দেওয়া তৃতীয় টিটোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৪ দিয়েছেন মোস্তাফিজ, নিয়েছেন একটি উইকেট। ১৪তম ওভারে এসে মোস্তাফিজই বলতে গেলে ম্যাচ ঘুরিয়ে দেন। ওভারের প্রথম বলে তিনি সাজঘরে ফেরান হাফসেঞ্চুরিয়ান মালানকে। ওভার শেষ হওয়ার আগেই অবশ্য একটি রেকর্ড গড়া হয়ে গেছে মোস্তাফিজের। মালানকে আউট করে টিটোয়েন্টি ক্যারিয়ারে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন কাটার মাস্টার। মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই রেকর্ড গড়েছেন মোস্তাফিজ।

তার আগে ১০০ উইকেটের ক্লাবে প্রথম বাংলাদেশি হিসেবে নাম লেখান সাকিব আল হাসান।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাব এবং ঢাকা ক্লাবের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগে ইয়ং স্টার ব্লুজের জয়লাভ