মোস্তাকিমকে নির্যাতনের মামলা পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ আদালতের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৪:৫৪ পূর্বাহ্ণ

কিডনি রোগী মায়ের ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে কারাগারে যাওয়া মোস্তাকিমকে নির্যাতনের মামলা পিবিআইকে পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিরুল ইসলাম এ আদেশ দেন।

মোস্তাকিমের আইনজীবী জিয়া হাবীব আহসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তদন্ত সংস্থা সিআইডি মামলা সঠিক ভাবে তদন্ত না করে আসামিদের রক্ষা করতে একটি দায়সারা প্রতিবেদন দাখিল করে। বাদী পক্ষে না রাজি দিলেও সিআইডি রিপোর্ট গ্রহণ করে মামলা খারিজ করে দেয়া হয়। এর বিরুদ্ধে বাদী পক্ষে রিভিশন দায়ের করা হয়। আজকে (গতকাল) উক্ত রিভিশন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় এবং বাদীর আবেদন অনুযায়ী আদালত মামলাটি পুনঃ তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। গত বছরের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের মহানগর দায়রা জজ জেবুন্নেছার আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর ১৩ (), () এর () () () এবং ১৫ () ধারায় পাঁচলাইশ থানার ওসিসহ দুজনের বিরুদ্ধে সৈয়দ মো. মোস্তাকিম মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, চমেক হাসপাতালের সামনে অনুষ্ঠিত কিডনি ডায়ালাইসিস ফি বৃদ্ধির আন্দোলন থেকে তাকে তুলে নিয়ে থানায় নির্যাতন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে একাট্টা চাক্তাইয়ের ব্যবসায়ীরা
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা, জয়, পুতুলসহ ৪২৫ জনের বিরুদ্ধে মামলা