তীব্র গরমে একটু স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে সম্প্রতি নগরীর কর্ণেলহাট মোড় ওভার ব্রিজের নিচে সেচ্ছাসেবী সংগঠন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের আয়োজনে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় ৪০০ এর অধিক পথচারীদের নিয়ে শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বর্তমানে দেশের গরম পরিস্থিতি সবার জানা, কাজের ব্যস্ততা নিয়ে বের হলেও আবার বাসায় ফিরি কিন্তু এই তীব্র গরমে কিছু মানুষ যারা পেটের তাগিদে সারাদিন বাইরে থাকতে হয় কেননা সেই মানুষটির আয়ের উপর নির্ভর করে তার পরিবারের সংসার চলা, যেখানে কিছু টাকা আয় করতে হিমশিম খেতে হয় সেখানে ১০ টাকা দিয়ে এক গ্লাস শরবত অনেক ব্যায় বহুল বিষয়! আর এই অসচেতন অস্বাস্থ্যকর পরিবেশে বাহিরের শরবত গুলো শরীরের জন্য ক্ষতি হয়।
স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে আমাদের আজকের এই শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১২৫ লিটার বিশুদ্ধ খাওয়ার পানি, লেবু, বিশুদ্ধ বরফ, চিনি, ট্যাংক, লবণ ইত্যাদি মিশ্রণে এই শরবত তৈরি করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি রেজাউল মোস্তফা, সহ–সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস, সাংগঠনিক সম্পাদক আরফান হামিম সিয়াম, আইসিটি মিডিয়া নাদিম শেখ, ব্লাড ডিপার্টমেন্ট রোবেয়া সিদ্দিকা, নির্বাহী সদস্য আরমান কাদের, ইসরাত জাহান নাঈমা, সুমাইয়া আক্তার হ্যাপি, ফারহানা আক্তার নওরিন, তাবাসসুম ইসমাত তারিন। ১০ জন সদস্যর উপস্থিতিতে আজকের এই প্রজেক্ট সুন্দর ভাবে সম্পূর্ণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।