মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন বলেন, জীবন বাঁচানোর মতোই প্রকৃতি বাঁচানো আমাদের দায়িত্ব। একটি গাছ শুধু ছায়া দেয় না, এটি ভবিষ্যতের জন্য আশার প্রতীক। বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের মানবিকতারই অংশ। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক রক্তদান যেমন জীবন রক্ষা করে, তেমনি বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন সঞ্চয় করে। আমরা সবাই মিলে মানবতা ও প্রকৃতির জন্য কাজ করে যাব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি রেজাউল মোস্তফা, সহ–সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস, আইসিটি মিডিয়া প্রধান নাদিম শেখ, সাংগঠনিক সদস্য রাকিব আল হাসান, ইসরাত জাহান নাঈমা, ফারহানা আক্তার নওরিন, তাবাসসুম ইসমাত তারিন, স্নেহা গুহ। প্রেস বিজ্ঞপ্তি।