মোস্তফা হাকিম কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন

শিক্ষাবিস্তার ও মানবকল্যাণ কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা চান মনজুর আলম

| মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৭:১৫ পূর্বাহ্ণ

সাবেক মেয়র, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ মনজুর আলম বলেছেন, সুশিক্ষিত ও কারিগরি জ্ঞানসম্পন্ন নাগরিক গড়ে তুলতে আমরা কলেজ, স্কুল ও ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি। তিনি বলেন, এ কলেজটি প্রতিষ্ঠার পর থেকে ২৩ হাজার ৯৪৫জন শিক্ষার্থী পাস করে দেশ ও বিদেশে ছড়িয়ে গেছে। তাদের অনেকেই স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তিনি বলেন, বিগত ৫ বছরে অত্র কলেজে পাশের হার ৯৩% এবং প্রতি বছর প্রায় ৮ হাজার শিক্ষার্থী পড়াশুনার সুযোগ পাচ্ছে। তিনি তাদের শিক্ষাবিস্তার ও মানবকল্যাণ কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। গতকাল সোমবার মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। কলেজের জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরানে, বোখারী শরীফ, মিলাদ ও দোয়া মাহফিল। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউণ্ডেশন ও ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ চৌধুরী, শফিউল আলম, লোকমান আলী, আলী আজগর চৌধুরী, নেছার আহমদ, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, বাদশা আলম সহ কলেজ পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার ব্যক্তিবর্গ। প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় যারা জমি দিয়ে এবং কলেজ পরিচালনায় নানারকম সহযোগিতা দিয়েছে তাদের সাধুবাদ জানান। তিনি বলেন, শিক্ষা বিস্তার এবং মানবসেবা আমাদের ব্রত। আমরা ২টি কলেজ সহ ৮টি শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসালয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ মোট ১০৫টি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবায় নিয়োজিত আছি। তিনি কলেজ প্রতিষ্ঠা থেকে বিগত ৩০ বছরে সাবেক অধ্যক্ষ সহ যারা যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা সৈয়দ অছিয়র রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১৪ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার