মোস্তফা হাকিম কলেজের ৩০ বছর পূর্তি উৎসব

| রবিবার , ২৮ মে, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

সাবেক মেয়র আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, ৩০ বছর পূর্বে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে মোস্তফাহাকিম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এ ৩০ বছরে হাজার হাজার শিক্ষার্থী আলোধারণ করে দেশবিদেশে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, কুলি, কামার, জেলে, ধোপা, শ্রমিক সহ সব শ্রেণি পেশার নাগরিকদের জন্য মোস্তফাহাকিম কলেজের দরজা খোলা। গরীবের সন্তানদের এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়ার সুবিধার্থে টিউশন ফি মওকুফ, অর্ধমওকুফ সহ নানাভাবে প্রণোদনা দেয়া অব্যাহত থাকবে। তিনি গতকাল শনিবার জননেত্রী শেখ হাসিনা অডিটরিয়ামে কলেজের ৩০ বছর পূতি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজে গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহীন আলম। এ উপলক্ষে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, কলেজ গভর্নিং বডির সদস্য ফজলুল কাদের, কাজী মাহবুবুর রহমান, রঞ্জন কুমার সিংহ, লায়লা নাজনিন রব প্রমুখ। মিলাদ পরিচালনা করেন মাওলানা সৈয়দ ইউনুছ রজভী। মোনাজাত পরিচালনা করেন মাওলানা অছিউর রহমান।

পূর্ববর্তী নিবন্ধহামলা করে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার হাত ধরেই মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তন হয়েছে