মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দেওয়ানহাটস্থ অফিস চত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম। তিনি বলেন, আমি মনে করি অসহায় মানুষগুলো সমাজে সুন্দরভাবে জীবন যাপন করতে পারলে মহান আল্লাহ সন্তুষ্ট থাকেন। তাই মানুষের সহযোগিতা ও মহান রবের নৈকট্য লাভের জন্য আমাদের বছরব্যাপী থাকে নানা কার্যক্রম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপের কর্মকর্তা কর্মচারিবৃন্দ। পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় এবং মহামারি থেকে পরিত্রাণ পেতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা রাশেদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।