সোশ্যাল ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখার ৮ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ৭৩৩ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট মোরশেদ মুরাদ ইব্রাহিম ও পরিচালক রাশেদ মুরাদ ইব্রাহিমকে ৫ মাসের দেওয়ানী আটকাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মোরশেদ মুরাদ ইব্রাহিম ও রাশেদ মুরাদ ইব্রাহিম আপন ভাই।
গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নগরীর কোতোয়ালীর মাঝিরঘাটের মেসার্স ক্রিস্টাল এন্টারপ্রাইজের নামে সোশ্যাল ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে নেওয়া ঋণ খেলাপিতে পরিণত হলে ২০১৯ সালে ব্যাংকের পক্ষ থেকে বিবাদীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর ৬০ দিনের মধ্যে ঋণ পরিশোধের কথা বলে ডিক্রি হয়। এ সময়সীমার মধ্যে ঋণ পরিশোধ না করায় একই বছরের ৩০ নভেম্বর জারি মামলা দায়ের করা হয়। ঋণের বিপরীতে সহায়ক জামানত ছিল না। এ জন্য নিলাম ডেকে ঋণ আদায় করা যায়নি। দীর্ঘ ৫ বছর অতিবাহিত হলেও বিবাদীরা কোন টাকা পরিশোধ করেননি। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত দুই বিবাদীকে ৫ মাসের দেওয়ানী আটককাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানান তিনি।