১ ডিসেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি

মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ

| শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

 

মুক্তিযুদ্ধের বিজয়ের মাস সূচনালগ্নে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মিউনিসিপ্যাল মডেল স্কুল প্রাঙ্গণে অস্থায়ী চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ সম্ভ্রমহারা মা বোনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা জাতীয় সংগীত এবং জয় বাংলা বাংলার জয় সংগীত পরিবেশন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেনআজকের এই দিন আমাদের নতুন প্রজন্ম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে আগামী দিনের শুভ যাত্রা শুরু করেছেন। তিনি ১লা ডিসেম্বরকে “জাতীয় মুক্তিযোদ্ধা দিবস” ঘোষণার দাবী জানান। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সরোয়ার আলম চৌধুরী মনি। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব কাজী রাজিশ ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদুল হক চৌধুরী সৈয়দ, একেএম আলাউদ্দিন, বোরহান উদ্দিন, খোরশেদ আলম যুদ্ধাহত, মো. রফিকুল ইসলাম, মিজানুর রহমান সজীব, মো. সাজ্জাদ হোসেন, আশরাফুল হক চৌধুরী, রিপন চৌধুরী, সৈয়দ মাঈনুল আলম সৌরভ, বিবি গুল জান্নাত, ইশতিয়াক আহমেদ রুমি, জয়নুদ্দিন আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৩ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের কিশোর তামীম
পরবর্তী নিবন্ধদেওয়ানহাট সিএসডি কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মশালা