মোবাইল ব্যবহার না করতে বলায় শিক্ষার্থীর আত্মহত্যা

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:১৭ পূর্বাহ্ণ

চকরিয়ায় মোবাইল ফোন ব্যবহার না করতে বলায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম নয়াপাড়ার আকতার আহমদের বাড়িতে এ

ঘটনা ঘটে। শিক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম নকীব (১৫)। সে ওই গ্রামের আকতার আহমদের ছেলে এবং খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

খুটাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জিশান শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানানস্কুলশিক্ষার্থী রাকিবুল ইসলাম নকীব মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ায় তার মা বকাঝকা করে। এ সময় তার মা মোবাইল আর ব্যবহার না করার জন্য নিষেধ করলে অভিমানে সে রাতে ঘরের ভেতর চালার সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করে।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ যাওয়ার আগেই লাশ ঝুলানো অবস্থা থেকে নামিয়ে ফেলে পরিবার সদস্যরা। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কঙবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিশু-কিশোরদের প্রলোভন দেখিয়ে নিয়ে যৌন নিপীড়ন
পরবর্তী নিবন্ধহজযাত্রীর সংখ্যা সীমিত রাখছে না সৌদি