মোবাইল চোর চক্রের হোতা ও দুই দালাল আটক

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৭:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেলোয়ার হোসেন দেলু (৩০) নামে এক যুবককে আটক করেছে হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে হাসপাতালের ৫তলা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। দেলোয়ার হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার মধ্য চর মার্টিন গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। পুলিশ বলছে, একটি চক্র হাসপাতালে আসা রোগী ও তার স্বজনদের কাছ থেকে মোবাইল হাতিয়ে নেয়। দেলোয়ার হোসেন দেলু এই মোবাইল চোর চক্রের প্রধান হোতা। এ তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, মোবাইল চোর চক্রের মূল হোতা এই দেলোয়ার হোসেন। আগে তার কয়েকজন সহযোগীকে আটক করা হয়েছিল। বৃহস্পতিবার ভোরে চক্রের মূল হোতা দেলোয়ারকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক মামলা রয়েছে। তাকে পুরনো মামলাতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করে দেয়া হয়েছে বলে জানান এসআই নুরুল আলম আশেক।
এদিকে, আগের দিন (বুধবার) সকালে হাসপাতালের ৩ তলা থেকে দুজন দালালকে আটক করা হয়। সিরাজুল ইসলাম (৫০) ও সেনোয়ারা (৪০) নামে দুজনকেই ওইদিন (বুধবার) আদালতে চালান করে দেয়া হয়েছে বলে জানান পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক। মোবাইল চোর চক্রের প্রধান ও দুই দালাল আটকের বিষয়ে অবগত হয়েছেন বলে জানান হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় নোবেল হত্যার এক বছর পার, দাখিল হয়নি অভিযোগপত্র
পরবর্তী নিবন্ধসেইফটি ইঞ্জিনিয়ার এসএসসি পাস